বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৪ জুন, ২০২২

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও বাঁকখালী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রধান উপদেষ্টা আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন- মানসম্মত শিক্ষাই শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যত তৈরী করে। তথ্য প্রযুক্তির প্রসারের সাথে সাথে শিক্ষার ধরনও পাল্টে গেছে। তাই তথ্য-প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জনে শিক্ষার্থীদের সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি (তৃতীয় ব্যাচ) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কমল এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- কক্সবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন। উদ্বোধক ছিলেন- রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।
গত শনিবার, ১১ জুন বাঁকখালী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাঁকখালী ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম খাঁন (একে খাঁন) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- রামু সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল হক, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, জারাইলতলী উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক হোছাইনুল ইসলাম মাতব্বর, কাউয়ারখোপ হাকিম-রাকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হায়দার, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান, ল্যাবরেটরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম।
বাঁকখালী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইজত উল্লাহর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালকদের মধ্যে সুনীল শর্মা, হোসনে আরা বেগম, নাছির উদ্দিন, ভূবন বড়ুয়া, আওরঙ্গজেব টিপু, মানসি বড়ুয়া, ইজত উল্লাহ, এসএম জাফর, মফিদুল আলম, বাবুল বড়ুয়া, মোঃ আলম, সাইফুল ইসলাম ও নুরুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, সহকারি শিক্ষক শাখাওয়াত সুলতান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- বিদ্যালয়ের শিক্ষক শাওন দে শান্তা ও রমজান আলী।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন- বাঁকখালী উচ্চ বিদ্যালয় কক্সবাজার জেলায় একটি ভিন্নধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের সাহিত্য-সংস্কৃতি, ক্রীড়া চর্চাসহ সকল সহশিক্ষা কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা মেধা বিকাশের পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে সফলতা অর্জন করছে। যা ঈর্ষনীয়। বিদ্যালয়ে চলমান শিক্ষার মান ও সহশিক্ষা কার্যক্রমের ধারা অব্যাহত থাকলে অচিরেই এ বিদ্যালয়টি স্বতন্ত্রভাবে দেশের ব্যতিক্রমী ও সফল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা লাভ করবে।
‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে’ বাঁকখালী উচ্চ বিদ্যালয় এর শিক্ষার্থীরা গানটির আবেগীয় সূর আর গায়কীতে ভাসিয়ে
২০২২ সালের এসএসসি (তৃতীয় ব্যাচ) পরীক্ষার্থীদের বিদায় জানান। এতে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আরো খবর: