রামু প্রতিনিধি::
রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পবিত্র ঈদুল আযহায় কোরবানী হওয়া প্রতিটি পশুর জন্য ২টি করে বৃক্ষ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে আয়োজন করা হলো ব্যতিক্রমী বৃক্ষমেলা ও বৃক্ষরোপন কর্মসূচি। পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের উদ্যোগে রবিবার, ১৬ জুলাই বিদ্যালয় মাঠে এ বৃক্ষমেলার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় মেলার উদ্বোধন করেন- রশিদনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমডি শাহ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের নির্বাহী পরিচালক আবদুল হালিম। শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর শওকত।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিএমপিতে কর্মরত পুলিশ সদস্য শের আলী পিপিএম, পানিরছড়া এসএইচডি মডেল হাই স্কুলের দাতা সদস্য কাজী শফিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য হেলাল উদ্দিন, রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বদিউল আলম এবং এমডি শাহ আলম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের চারা বিতরণ এবং বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন। দিনব্যাপী বৃক্ষমেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী ছাড়া স্থানীয় দর্শনার্থীদের উপস্থিতি চোখে পড়ে। মেলায় বিভিন্ন মূল্যবান প্রজাতির ফলজ-বনজ গাছের চারা সুলভ মূল্যে বিক্রয় করা হয়।
অনুষ্ঠানে রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।