শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুর চাকমারকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ জানুয়ারি, ২০২২

সোয়েব সাঈদ, রামু :: রামুর ১০ নং চাকমারকুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।

এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ নুর, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রাশেদুল হক রাশেদ ও, ৪,৫,৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য গুলজার বেগম।

সোমবার (১০ জানুয়ারি) দুপুরে চাকমারকুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন পরিচালনা করেন- চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার ও ইউপি সচিব স্বরূপা পাল।

চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানান- নির্বাচনে চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন।

৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ছৈয়দ নুর ১ম, রাশেদুল হক রাশেদ ২য় এবং গুলজার বেগম ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।

নির্বাচনে উপস্থিত থেকে ভোটাধিকার প্রয়োগ করেন, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ইউপি সদস্য বেলাল উদ্দিন, সাহাব উদ্দিন, নুরুল ইসলাম, জামাল উদ্দিন, রাশেদুল হক রাশেদ, মঈনুল আলম, নুরুল আমিন, মোহাম্মদ হোছন, ছৈয়দ নুর, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য আল মর্জিনা, গুলজার বেগম ও মরিয়ম বেগম।


আরো খবর: