শিরোনাম ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ – DesheBideshe পেকুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা কক্সবাজারে বিভিন্ন অপকর্মে রোহিঙ্গারা জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু আজ দুর্যোগপূর্ণ ঢাকার বায়ু, সতর্ক থাকার পরামর্শ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রীতি? জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে যা আছে সেই রিফাত রশিদ এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয়
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুর ঈদগড় বনাঞ্চলে যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুর ঈদগড় ইউনিয়নের পাহাড়ি বনাঞ্চল থেকে নুরুল হাসান বাপ্পী নামের এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ঈদগড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ছগিরাকাটা এলাকার আবদুল মাবুদের ছেলে।

রবিবার (১৩ ফেব্রæয়ারি) দুপুরে ঈদগড় রেঞ্জের তুলাতলী বিটের পাশে বেইল্যা বাপের কাটা নামক এলাকায় গলায় লতা প্যাছানো অবস্থায় নুরুল হাসান বাপ্পীর (১৯) মৃতদেহ দেখতে পায় পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তার স্বজনরা জানান- গত ৯ ফেব্রয়ারি বাপ্পী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুজি করছিলেন। অবশেষে রবিবার খোঁজাখুজির এক পর্যায়ে ওই স্থানে দূর্গন্ধ পেয়ে মৃতদেহটির সন্ধান পান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রামু থানার উপ-পরিদর্শক জাফর উল্যাহ ও হাসান মাহমুদ। তারা জানান- কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এজন্য মৃতদেহ সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
এদিকে নিহত বাপ্পীর ভাই রেজাউল করিমও মৃত্যুর সঠিক কারণ জানাতে পারেননি।

তবে এলাকাবাসীর ধারণা বাপ্পী পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করতে পারে।
জানা গেছে- বাপ্পী পেশায় মাছ ব্যবসায়ি ছিলেন। সম্প্রতি ব্যবসায় লোকসান হয় তার। এ কারণে সে মানসিক অস্থিরতায় ভুগছিলেন।


আরো খবর: