শিরোনাম ::
থানা থেকে পালানো ওসিকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি পেকুয়ায় ২০ বছর গাড়ি চলাচল নেই রব্বত আলী পাড়া সড়কে! যে সংস্কারের পরিকল্পনা আছে সেটুকু এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব দেশে প্রথমবার ৫ জনের শরীরে রিওভাইরাস শনাক্ত রোহিঙ্গা আশ্রয়শিবিরে এক বছরে ৪৯ খুন! শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়ে অধ্যাদেশ কক্সবাজার সৈকতে কাউন্সিলর হত্যার ঘটনায় আরেক কাউন্সিলর আটক রামুতে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ রামুতে ভোক্তা অধিকারে জনসচেতনতায় কাউন্সিল অব কনজিউমার রাইটস এর মতবিনিময় সভা চকরিয়ায় মৎস্য অধিদপ্তরের উদোগে নৌযান মালিক ও সারেং দের নিয়ে প্রশিক্ষন কর্মশালা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে ৫ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ মাদক পাচারকারী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

কক্সবাজারের রামুতে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। এসময় মো. রিদওয়ান (১৯) নামের এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। আটক মো. রিদওয়ান উখিয়ার মরিচ্যার বক্তাতলীর ছালেহ আহমদের ছেলে।

বিজিবি জানায়, রামু মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি টহলদল কর্তৃক চেকপাস্ট হতে ৪০০ মিটার দক্ষিণ দিকে ব্রিজের উপর একটি সন্দেহজনক ইজিবাইক থামানো হয়। এসময় চালক মো. রিদওয়ানকে সন্দেহ করা হলে তাঁর কাছে অবৈধ কোন মালামাল আছে কি না জিজ্ঞাসা করা হলে অস্বীকার করে।

পরবর্তীতে পুঙ্খনুপুঙ্খভাবে তল্লাশি করে তার পায়ের সাথে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিষ্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

আটক আসামিকে ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মালামালসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়।


আরো খবর: