শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে হাতির আক্রমণে কৃষক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছে। ২৮ আগষ্ট( রবিবার) সাড়ে ১০টায় লম্বাশিয়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভী কাটা মিয়াজি পাড়া এলাকার মৃত গোলাম বারীর পুত্র মোঃ নুরুজ্জামান (৫৭)।

প্রত্যক্ষদর্শী ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক জানান, নিহত মোঃ নুরুজ্জামান (৫৭) পেশায় একজন কৃষক। রবিবার সকালে তিনি নিজ গ্রাম থেকে ১কিলোমিটার দুরে লম্বাশিয়া পাহাড়ী জঙ্গলে কাঠ সংগ্রহের উদ্দেশ্য গেলে বন্য হাতির কবলে পড়েন। এসময় বন্য হাতিটি তাকে তাড়া করে পায়ে পৃষ্ট করে। এতে নুরুজ্জামানের মুখ, হাত, পা, মেরুদন্ড সহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতবিক্ষত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীরা নিহত মোঃ নুরুজ্জামানকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।


আরো খবর: