শিরোনাম ::
পোশাকে লেখায় ৮০ ছাত্রীকে বাড়ি পাঠানো হলো শার্ট ছাড়াই ট্রাম্পের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি ইউরোপীয় ইউনিয়ন প্রধান থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতাকে ফের ধরল পুলিশ রিজার্ভ চুরির ৮০% অর্থ ফেরত এসেছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪ 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

রামু প্রতিনিধি::

কক্সবাজারের রামু উপজেলার উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ, বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৫ ও ৬ জানুয়ারি। এ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ ডিসেম্বর) বিকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন- প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সভাপতি করুনাশ্রী মহাথেরো। উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, রামু প্রেস ক্লাব সভাপতি নীতিশ বড়–য়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন- অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা বিজয় রক্ষিত মহাথেরো।
এতে আলোচনায় অংশ নেন- প্রয়াত সারমিত্র মহাথেরো’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুন বড়–য়া, কার্যকরী সভাপতি শীলমিত্র থেরো, প্রকাশনা পরিষদের আহবায়ক প্রজ্ঞানন্দ ভিক্ষু, প্রয়াত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের সংবাদ উপ-পরিষদের আহবায়ক দর্পণ বড়–য়া, যুগ্ন আহবায়ক সোয়েব সাঈদ, সদস্য সচিব অর্পণ বড়–য়া, অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের অর্থ সম্পাদক টিটু বড়–য়া, অভ্যর্থনা কমিটির সদস্য বিপন বড়–য়া ও প্রচার সম্পাদক শিপন বড়ুয়া।
এছাড়াও মতবনিমিয় সভায় রামু প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম, সহ-দপ্তর সম্পাদক শওকত ইসলাম, সহ প্রচার সম্পাদক আবুল কাশেম সাগর, কার্যকরী সদস্য কফিল উদ্দিন, সদস্য মো. সাইদুজ্জামান, নুরুল হক সিকদার, সুজন চক্রবর্তী উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়- আগামী ৫-৬ জানুয়ারি, বৃহষ্পতি ও শুক্রবার অনুষ্ঠিত প্রয়াত সারমিত্র মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন- বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ জাতীয় সংসদ ডেপুটি স্পিকার ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এমপি। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন- কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক থাকবেন- প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া। মূখ্য আলোচক থাকবেন- বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি- ব্যারিস্টার প্রশান্ত ভ‚ষণ বড়–য়া।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- কক্সবাজার জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল, কক্সবাজার পুলিশ সুপার মাহফুজুল, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওযার কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট এর ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুষন বড়ুয়া, রামু থানার ওসি আনোয়ারুল হোসাইন, রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা পরিষদ সদস্য ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স, উপেন্দ্র-বিজয় ফাউন্ডেশনের প্রতিষ্টাতা প্রদীপ বড়ুয়া ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার জেলা ইউনিট সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু।
সভায় আরো জানানো হয়- দুদিনব্যাপী অনুষ্ঠানমালায় থাকবে বুদ্ধপূজা, শোভাযাত্রা, অষ্টপরিস্কারসহ মহাসংঘদান, স্মৃতিচারণ ও ধর্মসভা, আলংনৃত্য, বুদ্ধকীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজির মাধ্যমে শেষকৃত্যানুষ্ঠান।

উল্লেখ্য ভদন্ত সারমিত্র মহাথেরো গত ১৯ এপ্রিল পরলোক গমন করেন। তিনি মৈত্রী প্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথেরো’র সুযোগ্য উত্তরসূরি ও প্রথম শিষ্য, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাবেক আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক, রামু আর্য্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, বিচিত্র ধর্মকথিক, সম্প্রীতি বান্ধব একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।


আরো খবর: