শিরোনাম ::
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে বিজিবির অভিযানে ইয়াবাসহ সিএনজি চালক আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) মাদকবিরোধী অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে ১,০০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে। ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উখিয়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি গাড়ি চেকপোস্টে তল্লাশির জন্য থামানো হয়। সিএনজির চালক মো. সাগর (২৪) এর আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি তার কাছে কোনো অবৈধ সামগ্রী থাকার বিষয়টি অস্বীকার করেন। পরে তার প্যান্টের ডান পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ১,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, আটককৃত সিএনজি চালককে উদ্ধারকৃত ইয়াবাসহ রামু থানায় নিয়মিত মামলার আওতায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরো খবর: