সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে বাস-সিএনজি সংঘর্ষে কোটবাজারের ব্যবসায়ী যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

সোয়েব সাঈদ, রামু::

কক্সবাজারের রামুতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু হয়েছে। সোমবার, ১৭ মার্চ সোমবার বিকাল তিনটার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া এলাকায় এ দূর্ঘটনায় ঘটে। এতে নিহত মো. রায়হান (২৫) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হিজলিয়া গ্রামের আবু তাহেরের ছেলে। এ দূর্ঘটনায় বাস ও সিএনজির আরও চারজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন বলে জানা গেছে।

রামু ক্রসিং হাইওয়ে থানার একটি দল খবর পেয়ে দূর্ঘটনাস্থলে যান এবং আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জানা গেছে, নিহত রায়হান উখিয়া উপজেলার কোটবাজার স্টেশনে মোবাইল ফোন বিক্রয় প্রতিষ্ঠানের মালিক। তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী এ ঘটনায় যুবক মো. রায়হানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন- এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আরো খবর: