বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে প্রাইভেটকার-টমটম মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫

রামুতে প্রাইভেটকার-টমটম মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কক্সবাজারের রামুতে প্রাইভেটকার-টমটম (ইজিবাইকের) মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী আকবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই টমটমের চালক। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের রামু খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী আকবর খুনিয়াপালং ইউনিয়নের বড়ডেবা এলাকার বাসিন্দা।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, প্রাইভেটকার ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে গাড়ি দুটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরো দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: