রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ মে, ২০২৪

কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে প্রতিবেশী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ইউপি সদস্য জাফর আলম।

মৃতরা হল, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুর শুক্কুর (১২) এবং একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)।

স্থানীয়দের বরাতে জাফর আলম বলেন, সোমবার রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এতে শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্ন স্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমে থাকে। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার পাহাড়ি ছড়ায় গর্তে জমে থাকা পানিতে স্থানীয় ৬/৭ জন শিশু মিলে গোসলে করতে নামে। এক পর্যায়ে ৪ জন শিশু ছড়ার পানিতে ডুবে যায়।

স্থানীয় এ ইউপি সদস্য বলেন, ‘পরে ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের শোর-চিৎকারে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেছেন।’

রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, ‘দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবরে শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া শিশুদের মরদেহ তাদের বাড়িতে রয়েছে


আরো খবর: