শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে খড়ের গাদার পাশ থেকে ব্যক্তির লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের রামু উপজেলায় প্রতিবেশীর খড়ের গাদার পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা খড়ের গাদায় পুঁতে রাখা বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

আজ শনিবার সকালে কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় মোহাম্মদ হামিদের খড়ের গাদার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

লাশ উদ্ধার হওয়া আব্দুল গফুর (৫৫) একই এলাকার মৃত জালাল আহম্মদের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি ইমন জানান, বিভিন্ন এলাকায় গৃহপালিত গরুর খাবারের জন্য খড়ের গাদা চুরির হিড়িক পড়েছে। চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে অনেক মালিক খড়ের গাদায় বৈদ্যুতিক তার পুঁতে রেখেছেন।

ওসি বলেন, শনিবার সকালে হামিদের খড়ের গাদার পাশে আব্দুল গফুরকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে থেকে মৃতদেহটি উদ্ধার করে।

মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তবে ডান হাতের তালুতে সামান্য পোড়া দাগের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় আব্দুল গফুর প্রতিবেশী মোহাম্মদ হামিদের গাদা থেকে খড় সংগ্রহ করতে যান। তখন গাদার চারপাশে পুতে রাখা বৈদ্যুতিক তার হাত দিয়ে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

তিনি আরও বলেন, তারপরও এটি নিছক দুর্ঘটনা, নাকি অন্য কোনো কারণ তা জানতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো খবর: