শিরোনাম ::
গুমের সাথে জড়িত ২০ সরকারী কর্মকর্তার পাসপোর্ট স্থগিত, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা পরিবারসহ শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে ৫ কর্মকর্তা নিয়োগ আরো নতুন ৮০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে উখিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন চকরিয়ায় ইট তৈরির মিক্সার মেশিনে পিষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু চকরিয়ায় আলোচিত ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার উখিয়ায় ‘সাহেদ-রিপা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু অবশেষে পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন কক্সবাজারের কৃতিসন্তান সাইফুল্লাহ রামুতে ট্রান্সফরমিং লাইভস থ্রো নিউট্রিশান প্রকল্পের অবহিতকরণ সভা কক্সবাজার থেকে পেটে ইয়াবা নিয়ে শাহজালাল বিমানবন্দরে ধরা
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রামুতে ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : উপজেলা নির্বাচন অফিসার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক, রামু::

রামু উপজেলার এগার ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই ইউপি নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন, রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় রামু উপজেলা নির্বাচন অফিসারের কার্যলয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী রামু উপজেলা নির্বাচন মাহফুজুল ইসলাম বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় রামুতে এগার ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হবে।

এগার ইউনিয়নের ১০০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউপি নির্বাচনে অনেক সমস্যায় পড়তে হয়। তাই নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট আমরা সবাই সতর্ক অবস্থানে থাকব। এ ক্ষেত্রে সাংবাদিকদেরও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে রামু উপজেলার এগারটি ইউনিয়ন ঈদগড়, গর্জনিয়া, কচ্ছপিয়া, কাউয়ারখোপ, ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, রাজারকুল, দক্ষিণ মিঠাছড়ি, খুনিয়াপালং, চাকমারকুল, রশিদনগর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর। এই এগার ইউনিয়নে ৬৬ জন চেয়ারম্যান প্রার্থী, ১১০ জন সংরক্ষিত ওয়ার্ডে ও ৩৯১ জন সাধারণ ওয়ার্ড সদস্য প্রতিদ্ব›িদ্বতা করছেন। মোট ভোটার ১ লক্ষ ৬৬ হাজার ৮২৬ জন। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে, পাঁচ জন রিটার্নিং অফিসার, ১১১ জন প্রিসাইডিং অফিসার, ৪৬২ জন সহকারি প্রিসাইডিং ও ৯৩৯ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশনের বিধিমতেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

রামু উপজেলা নির্বাচন অফিসার মাহফুজুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক খালেদ শহীদ, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়–য়া, সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো, শওকত ইসলাম, রামু উপজেলা নির্বাচন অফিসের আইটি অফিসার পলাশ শর্মা ও মো. শোয়াইব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রামুতে ইউপি নির্বাচন চলাকালে একাধিক ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সর্তক অবস্থায় দায়িত্ব পালন করবেন। কয়েকটি গোয়েন্দা সংস্থার নজরদারীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হচ্ছে। অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ১৮টি ভোটকেন্দ্রকে চিহ্নত করা হয়েছে। এসব ভোট কেন্দ্রে আইপি ক্যামেরা বসানোর জন্য নির্বাচন কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।

নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে সাংবাদিকদের অংশগ্রহণ সম্পর্কে রামু উপজেলা নির্বাচন অফিসার বলেন, অবাধ, নিরপেক্ষ পরিবেশে নির্বাচন ব্যবস্থা বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের বিধি মোতাবেক সাংবাদিকদের পর্যবেক্ষক পরিচয়পত্র প্রদান করা হবে।


আরো খবর: