শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বুধবার, ১৪ মে ২০২৫, ০৮:১৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাফা ছেড়েছে ৬ লাখ ফিলিস্তিনি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
রাফা ছেড়েছে ৬ লাখ ফিলিস্তিনি


জেরুজালেম, ১৭ মে – ফিলিস্তিনিদের শেষ নিরাপদ আশ্রয়স্থল রাফায় সব ধরনের আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের পাশাপাশি আকাশ থেকেও ফেলা হচ্ছে বোমা। এতে বাধ্য হয়ে রাফা ছেড়েছেন ৬ লাখ ফিলিস্তিনি।

তাছাড়া ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সেনা সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা করছে। কারণ তারা সেখানে অভিযান আরো জোরালো করতে চায়। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর ফিলিস্তিনিদের কাছে রাফা ছিল একমাত্র নিরাপদ স্থান। সেখানেও এখন হামলা চালাচ্ছে দখলদার বাহিনী।

গত সপ্তাহে রাফা থেকে অন্তত ছয় লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন। একইভাবে উত্তর গাজা থেকেও সরে যাচ্ছেন বহু ফিলিস্তিনি।

গত ৭ অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালিয়ে ৩৫ হাজার ২৭২ জনকে হত্যা করেছে ইসরায়েল। তাদের হামলায় আহত হয়েছেন ৭৯ হাজার ২০৫ জন।

এর আগে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। সেখানে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি শিশু নিহত হয়েছেন।

এমন পরিস্থিতিতে দক্ষিণ আফ্রিকা গাজায় অভিযান বন্ধে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। দেশটি বলেছে, দক্ষিণ গাজায় অভিযান অবশ্যই বন্ধ করতে হবে।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৭ মে ২০২৪





আরো খবর: