টাঙ্গাইল, ০৭ ফেব্রুয়ারি – টাঙ্গাইলের কালিহাতী ও ঘাটাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী রাকিব ও রাব্বি নিহত হন। তাদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায়।
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি এলায় ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আজমান মন্ডল নামে এক মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। তার বাড়ি চক পাকুটিয়া গ্রামে।
যমুনা সেতু পূর্ব থানার উপ পুলিশ পরিদর্শক রইজ উদ্দিন বলেন, যমুনা সেতু এলাকায় ঘুরতে বের হয় ২ বন্ধু রাকিব ও রেজভি। রাত সাড়ে ৮টার দিকে ফেরার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর নামক স্থানে পৌঁছালে অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘উপজেলার দেউলাবাড়ি এলাকায় রঢ ভর্তি ট্রাকের সাথে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে আজমান মন্ডল নামে এক মাহিন্দ্রাচালক নিহত হয়েছে।’