শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজ-পরীর বিচ্ছেদের খবরে যা বললেন সুনেরাহ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
রাজ-পরীর বিচ্ছেদের খবরে যা বললেন সুনেরাহ


ঢাকা, ২৭ সেপ্টেম্বর – সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে ভিডিও ফাঁসের ঘটনার জেরে তীব্র সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। এই ঘটনায় রাজের স্ত্রী চিত্রনায়িকা পরীমণির রোষানলেও পড়েন তিনি। এরপরই দাম্পত্য জীবনের কলহ আরও বেড়ে যায় রাজ-পরীর।

শুধু তাই নয়, ভিডিও ফাঁসের ওই ঘটনার কয়েক মাস পরেই বিচ্ছেদের পথে পা রাখলেন আলোচিত তারকা দম্পতি রাজ-পরী। এবার তাদের বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন সুনেরাহ।

অভিনেত্রীর সদ্য মুক্তিপ্রাপ্ত ‘অন্তর্জাল’ সিনেমার প্রিমিয়ার শো’তে হাজির হয়ে রাজ-পরীকে নিয়ে আবারও প্রশ্নের মুখে পড়তে হয় সুনেরাহকে। সেখানেই তাকে এই তারকা দম্পতির ডিভোর্স ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকেরা। যদিও অন্যের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করায় ভীষণ বিরক্ত হন সুনেরাহ।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, দীর্ঘ ৪ বছর পর আমার একটা সিনেমা মুক্তি পেয়েছে, এটা নিয়েই আলোচনা হওয়ার কথা। তবে এরই মধ্যে কেউ কেউ প্রশ্ন করছে অন্যজনের ডিভোর্স, ঘর-সংসার নিয়ে! অন্যের খবর আমি কী করে জানব?

জানা গেছে, ভিডিও ফাঁসের পর সুনেরাহ’র সঙ্গে রাজের কোনো সম্পর্ক রয়েছে কি না? সে নিয়েও তৈরি হয় বিতর্ক। যদিও রাজ-সুনেরাহ সে সময় জানিয়েছিলেন, একসময়ে দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। তবে এখন তাদের মধ্যে নতুন কোনো সম্পর্ক নেই। তবে দুজনের মধ্যে আগের মতো বন্ধুত্ব না থাকলেও, নানান ধরনের সমালোচনা তো থেকেই গেছে।

সুনেরাহ আরও বলেন, ‘অন্তর্জাল’ সিনেমার জন্য অনেকগুলো কাজ বন্ধ রেখেছিলাম আমি। এখন ধারাবাহিকভাবে সেগুলোর কাজ শুরু করেছি। এ ছাড়া আমি চাকরিও করি। সেখানেও আমাকে সময় দিতে হয়। অন্যদের ঘর-সংসারের খোঁজ নিয়ে বেড়াই না আমি। আর সে সময়ও নেই আমার।

গত ২২ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১৮৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘অন্তর্জাল’ সিনেমাটি। বাংলাদেশের প্রথম সাইবার ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমা ‘অন্তর্জাল’। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এবিএম সুমন, সুনেরাহ বিনতে কামালসহ অনেকে।

অন্যদিকে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে যেন সমালোচনার শেষ নেই রাজ-পরীর। এই তারকা দম্পতি সংসার জীবনে ইতি টানলেও, নেটিজেনরা পিছু ছাড়ছেন না তাদের। বিষয়টি নিয়ে রাজ-পরী চুপ হয়ে গেলেও, তাদের নিয়ে নেটিজেনদের কটাক্ষের ঝড় যেন বয়েই চলেছে।

আইএ/ ২৭ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: