কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্যানেল নির্বাচিত হয়েছে। পহেলা ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন ২ নাম্বার ওয়ার্ডের সদস্য সালাউদ্দিন প্যানেল চেয়ারম্যান -১,৫ নাম্বার ওয়ার্ডের সদস্য সরওয়ার কামাল পাশা প্যানেল চেয়ারম্যান -২, সংরক্ষিত আসন ২ -এর সদস্য খুরশিদা বেগম প্যানেল চেয়ারম্যান -৩ নির্বাচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুল কবির, মীর শাহেদুল ইসলাম রুমান, ছৈয়দ হামজান,হেলাল উদ্দিন, ইকবাল বাহার, আবদুর রহিম,আবদুল হক, মহিলা সদস্য রোকসানা বেগম ও শামসুর নাহার।
এ ব্যাপারে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সত্যতা নিশ্চিত করেন।