মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

পেকুয়া প্রতিনিধি ::

কক্সবাজারের পেকুয়ায় জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষাথীর্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহেদ উল্লাহর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির কো- অস্ট সদস্য ব্রিগেডিয়ার জেনারেল ইরফানুল ইসলাম খান। বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি হুসনুল কামরাইন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ছোটন কান্তি সুশীল ও রহিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠিত সদস্য ইন্জিনিয়ার আরিফুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তাফা, শিলখালী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমদ, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সিনিয়র শিক্ষক আবু জাফর, এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য খালেদা খানম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউল আলম জিহাদী, মগনামা শাহ রশিদীয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর মোহাম্মদ, টইটং উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক দলিল আহমদ, রাজাখালী ফৈজুন্নেছ উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সালেহ আহমদ, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক আবুল বশর, জাহাঙ্গীর আলম, পেকুয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম.ফরহাদ হোছাইন প্রমূখ।
এদিকে ২০২৫ সালের বিদায়ী শিক্ষার্থীদের বরণ করতে নানা আয়োজন করে বিদ্যালয় কতৃপক্ষ। বিদায়ী শিক্ষার্থীরা মানপত্র পাঠ করার সময় বিদ্যালয়ের স্মৃতিচারণ করে অশ্রুসিক্ত হয়ে পড়ে৷ তাদের ভবিষ্যত জীবন সুন্দর এবং উজ্জ্বল হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।

###


আরো খবর: