শিরোনাম ::
ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫ পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল? চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজপথে নেতাকর্মীদের সহনশীল থাকার নির্দেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১২ জুলাই, ২০২৩

ঢাকা, ১২ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের উপস্থিতির মধ্যে আজ বুধবার রাজধানীতে নিজেদের সক্ষমতার শোডাউন দেবে আওয়ামী লীগ ও বিএনপি। বিএনপির সমাবেশস্থলের অল্প দূরে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। তবে একই দিনে কর্মসূচি পালন করতে গিয়ে যেন কোনো সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে সতর্ক থাকতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।

গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, রাজধানীতে একই দিনে দুই বড় দলের কর্মসূচি থাকলেও তা সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করবে না। এক বছরের বেশি সময় ধরে বিএনপির কর্মসূচির দিন শান্তি সমাবেশ কর্মসূচি পালন করে আসছে আওয়ামী লীগ। রাজধানীতেও একই দিনে এ ধরনের কর্মসূচি পালন করা হয়েছে।

তবে ঢাকা ও ঢাকার বাইরে কোথাও একবারও সংঘর্ষের ঘটনা ঘটেনি। আওয়ামী লীগের নেতাকর্মীদের আক্রমণাত্মক না হতে নির্দেশনা দেয়া হয়েছে। আর বিএনপি নেতাকর্মীরা রাজপথে যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে বলা হয়েছে।

আজ বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ’ শীর্ষক এই শান্তি সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা বক্তব্য দেবেন।

শান্তি সমাবেশ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, আওয়ামী লীগ সংঘাত চায় না। সংঘাত চাইলে এত দিনে তা একাধিকবার হয়ে যেত। নেতাকর্মীদের বলা আছে, সব সময় সহনশীল ভূমিকায় থাকতে। যেকোনো ধরনের সংঘাত এড়িয়ে চলতে।

তিনি বলেন, অনেক সময় পায়ে পা দিয়ে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির চেষ্টা হতে পারে। সেদিকে সতর্ক থাকতেও নেতাকর্মীদের নির্দেশনা দেয়া হয়েছে। অতীতেও একই দিনে আওয়ামী লীগ ও বিএনপি কর্মসূচি পালন করেছে। এখন পর্যন্ত কোথাও কোনো সংঘাত হয়নি। এবারও আশা করছি সংঘাত হবে না।

শান্তি সমাবেশ সফল করতে গত দুই দিনে একাধিক প্রস্তুতি সভা করেছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ নেতারা। এসব সভা থেকে নগরীর থানা ও ওয়ার্ড কমিটিগুলোকে শান্তি সমাবেশে বড় জমায়েত নিয়ে অংশ নিতে নির্দেশনা দেয়া হয়েছে। এই শান্তি সমাবেশে লক্ষাধিক মানুষ উপস্থিত হবে বলে আশা করছেন মহানগরের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

গতকাল সকালে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের জরুরি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকাগুলো বাদ দিয়ে ঢাকা মহানগর উত্তরের ২২টি থানা এবং ৬০টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতারা সভায় উপস্থিত ছিলেন। ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের কারণে সেখানকার নেতাকর্মীদের শান্তি সমাবেশে অংশ নেয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

 


আরো খবর: