শিরোনাম ::
বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ – DesheBideshe পেকুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে চিকিৎসকের বিরুদ্ধে মামলা কক্সবাজারে বিভিন্ন অপকর্মে রোহিঙ্গারা জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা মায়ানমার সরকার ও আরকান আর্মি উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছি : স্বরাষ্ট্র উপদেষ্টা রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু আজ দুর্যোগপূর্ণ ঢাকার বায়ু, সতর্ক থাকার পরামর্শ রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানির মামলা করবেন প্রীতি? জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্রে যা আছে সেই রিফাত রশিদ এবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব অন্টারিও প্রাদেশিক নির্বাচনে ডলি বেগমের হ্যাটট্রিক জয়
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজধানীর ২৫ স্থানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১ মার্চ, ২০২৫


ঢাকা, ০১ মার্চ – ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য পাওয়া যাবে ২৫টি স্থানে। এ ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যেসব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল, সেসব স্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এছাড়া বস্তি এলাকায় প্রাণিজাত পণ্য বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমে ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, দুধ পাস্তুরিত প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতি ডজন ১১৪ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

একই সঙ্গে বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না বলে হুঁশিয়ার করে দেন উপদেষ্টা। ফরিদা আখতার জুলাই গণ-অভ্যুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, বাজারে যারা অহেতুক, অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। তাদের ছাড় দেওয়া যাবে না।

রমজানে সুলভমূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন করতে গিয়ে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এসব কথা বলেন তিনি।

এবার রমজান ভিন্নতর হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আমরা স্বাধীন দেশে নতুন করে পবিত্র রমজান পালন করব। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেশি। অন্তর্বর্তী সরকার হিসাবে শুধু কিছু সংস্কার করব তা নয়, আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষ যেসব কারণে কষ্ট পাচ্ছিল, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা।

এখন দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি স্বীকার করে তিনি বলেন, সেজন্য আমরা চেষ্টা করছি রমজান মাসকে কেন্দ্রে করে হলেও অতি প্রয়োজনীয় কিছু পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি করতে।

১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)
২. খামারবাড়ি (ফার্মগেট)
৩. ষাটফুট রোড (মিরপুর)
৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর)
৫. নয়াবাজার (পুরান ঢাকা)
৬. বনশ্রী
৭. হাজারীবাগ (সেকশন)
৮. আরামবাগ (মতিঝিল)
৯. মোহাম্মদপুর (বাবর রোড)
১০. কালশী (মিরপুর)
১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)
১২. শাহজাদপুর (বাড্ডা)
১৩. কড়াইল বস্তি, বনানী
১৪. কামরাঙ্গীর চর
১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)
১৬. নাখাল পাড়া (লুকাস মোড়)
১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার)
১৮. বসিলা (মোহাম্মদপুর)
১৯. উত্তরা (হাউজ বিল্ডিং)
২০. রামপুরা (বাজার)
২১. মিরপুর-১০
২২. কল্যাণপুর (ঝিলপাড়)
২৩. তেজগাঁও
২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার)
২৫. কাকরাইল

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) তোফাজ্জেল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান,  এলডিডিপির প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, বাংলাদেশ ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফারমার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।

সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ০১ মার্চ ২০২৫

 



আরো খবর: