শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

রাজধানীতে প্রতারণা করে টাকা লুট

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে প্রতারণা করে টাকা লুটে নেয়ার অভিযোগে ৬ জন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-কমিশনার মাকছুদের রহমান এক ব্রিফিংয়ে এই তথ্য জানায়।


আরও পড়ুন: রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা


উপ-কমিশনার মাকছুদের রহমান বলেন, রাজধানীর ধানমন্ডির এলাকার বাসিন্দা হারুনুর রশিদ নাফকো ডেভেলপার কোম্পানীর কাছ থেকে একটি ফ্ল্যাট ক্রয়ের বায়নার টাকা দিতে মিরপুরের একটি বাসায় যান। এ সময় ২টি ব্যাগে মোট ৭২ লাখ টাকা নিয়ে গেলে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা লুটে নেয় কয়েকজন প্রতারক।



এর পরবর্তীতে মামলা করার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে। একই সাথে ৫৭ লাখ টাকাও উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, একটি ডেভেলপার কোম্পানির এমডি ফয়সালের পরিকল্পনায় গ্রাহকের কাছ থেকে এভাবে টাকা লুট করানো হতো। এ সময় ফ্ল্যাট বা জমির টাকা গ্রাহকের কাছ থেকে ব্যাংকে না নিয়ে ক্যাশ নেয়ার জন্য চাপ দিতো তারা। সেই সকল টাকা নগদ নিয়ে দলিল করে দেয়ার কথা বলে অন্য ঠিকানায় আসতে বলে, এরপর সংঘবদ্ধভাবে টাকা লুট করতো তারা।


আরও পড়ুন: কারাগারে গেলেন মানিক


এই ঘটনায় এখন পর্যন্ত মোট ১৪ জনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তবে এই ঘটনার এমডি ফয়সালকে এখনও ধরা যায়নি।


সান নিউজ/এমএইচ


আরো খবর: