ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – পাঁচটি বেসরকারি ভূমিসেবা সহায়তা কেন্দ্র পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। এই সব সেবা কেন্দ্র থেকে নাগরিকরা একটি নির্দিষ্ট সার্ভিস চার্জের বিনিময়ে ভূমি সেবার আবেদনগুলো অনলাইনে দাখিল করতে পারবেন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে ধানমন্ডি ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলে মোট পাঁচটি বেসরকারি ‘ভূমিসেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করেন।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীর তেজগাঁও রাজস্ব সার্কেলের অধীন সাতারকুল পূর্ব পদরদিয়া, বাড্ডায় একটি; ধানমন্ডি রাজস্ব সার্কেলের অধীন ডিজিটাল ল্যান্ড কনসালটেন্সি সেন্টার, কাঁটাবন ঢাল, নিউমার্কেট এলাকায় (ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে) একটি; কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেলের অধীন নূর টেকনোলজি, আটি বাজার, কেরানীগঞ্জ (ভূমি অফিসের পূর্ব পার্শ্বে) একটি এবং কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের অধীন ইক্তিদার ট্রেডিং অ্যান্ড খান কম্পিউটার, চুনকুটিয়া চৌরাস্তা, দক্ষিণ কেরানীগঞ্জ; ও শুভাঢ্যা কাচারি পাড়া, শুভাঢ্যা-১৩১০ (সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে) আরও দুটি ভূমিসেবা সহায়তা কেন্দ্রসহ ঢাকায় মোট পাঁচটি কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
প্রাথমিকভাবে এসব কেন্দ্র থেকে নাগরিকরা সরকার নির্ধারিত স্বল্পমূল্যের ফি দিয়ে ভূমি উন্নয়ন কর, মিউটেশন, খতিয়ান ও জামির নকশা প্রাপ্তির আবেদন করতে পারবেন।
জনবান্ধব, হয়রানিমুক্ত সেবা দেওয়ার অংশ হিসেবে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।