মুম্বাই, ১৬ মার্চ – বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ও অভিনেতা রণবীর কাপুর শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও বাস্তব জীবনে অন্যতম জনপ্রিয় এবং সফল তারকা জুটি। তাদের অভিনয়ে সাফল্যের পাশাপাশি দুজনের আয়ের পরিমাণও অবাক করার মতো। একাধিক সুপারহিট সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের বলিউডের অন্যতম ধনী দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
সম্প্রতি জানা যায়, এই পাওয়ার কাপলের মোট সম্পত্তির পরিমাণ ৮৯৫ কোটি, যা প্রায় ১০০০ কোটির কাছাকাছি। তারা শুধু অভিনয় নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক বুদ্ধিমত্তার মাধ্যমেও তারা নিজেদের বলিউডের অন্যতম ধনী তারকা দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এতে এগিয়ে আছেন রণবীরপত্নী আলিয়া।
জানা গেছে, আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি। তার আয়ের প্রধান উৎস সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং ব্যবসা। জনপ্রিয় ব্র্যান্ড গুচি, লরিয়াল প্যারিস, মেক মাই ট্রিপ, ক্যাডবারি-র মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। এ ছাড়া নিজের ব্যবসার ক্ষেত্রেও সফল অভিনেত্রী।
এ ছাড়া নিজের ব্যবসার ক্ষেত্রেও সফল আলিয়া ভাট। তার প্রতিষ্ঠিত শিশুদের পোশাক ব্র্যান্ড ‘এড এ মাম্মা’ প্রতি বছর প্রায় ১৫০ কোটির ব্যবসা করে। পাশাপাশি তিনি সিনেমাপ্রতি ১০-২০ কোটি পারিশ্রমিক নেন, যা তাকে বলিউডের অন্যতম ধনী অভিনেত্রীতে পরিণত করেছে।
এদিকে রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪৫ কোটি টাকা। সিনেমাপ্রতি তিনি ৫০ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন, যার মাধ্যমে বলিউডের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় নয়, বিভিন্ন বিনিয়োগ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিশাল অঙ্কের আয় করেন তিনি। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ বিনিয়োগও করেছেন, পাশাপাশি মুম্বাই সিটি এফসি ফুটবল দলের সহ-মালিকও তিনি।
আইএ/ ১৬ মার্চ ২০২৫