শিরোনাম ::
পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাযজ্ঞে জাতি আজও শোকাহত কারামুক্ত হলেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী ২০ বছর পর বিটিভিতে বেবী নাজনীন ঈদযাত্রার রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৮ শিক্ষার্থী-পর্যটনসহ সব ধরনের ভিসা ফি বাড়াচ্ছে যুক্তরাজ্য লন্ডন-কলকাতা সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য আর্জি জানালেন মুখ্যমন্ত্রী চকরিয়ায় বসতবাড়িতে ডাকাতির ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে তিনজন ডাকাত গ্রেফতার ঐশ্বর্যার থেকে যে চারটি শব্দ শুনলেই, ভিতরে ভিতরে উদ্বেগ শুরু হয় অভিষেকের ইসরাইল কর্তৃক গাজার প্রধানমন্ত্রীকে হত্যায় জামায়াতের নিন্দা ব্যাংক রক্ষা করতে অনেক টাকা ছাপানো হচ্ছে
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যে কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার!

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ মার্চ, ২০২৫


ঢাকা, ২১ মার্চ – নতুন করে আর কোনো সিনেমায় অভিনয় করবেন না আফিয়া নুসরাত বর্ষা। ওমরা করে এসে সেই সিদ্ধান্ত জানালেন অভিনেতা অনন্ত জলিলের স্ত্রী বর্ষা। এক প্রকার অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণাই দিলেন যেন তিনি। কিন্তু কেন এই সিদ্ধান্ত?

অনন্ত জলিলের বিপরীতে ‘খোঁজ: দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার। ভালোবেসে ঘর বাঁধেন এই তারকা জুটি। এরপর জুটি হয়ে অভিনয় করেছেন বেশ কয়েকটি ছবিতে। সম্প্রতি স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত জানান বর্ষা। তিনি বলেন, ‘হাতে তিন-চারটি সিনেমা আছে, এগুলো শেষ করতে করতে অনেকটা সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোনো সিনেমা করতে চাই না। করাটাও সুন্দর দেখায় না। কারণ, একটা বয়স পর্যন্ত মানুষের নায়িকা ভাব থাকে, দেখতেও সুন্দর লাগতে হবে। আমার মনে হয়, সেই সময়টা চলে গেছে। এছাড়া আমার বাচ্চারাও বেশ বড় হয়েছে।’

বর্ষা আরও বলেন, ‘আমি খুব বাস্তববাদী মানুষ। ফলে আমি বাস্তবতা মাথায় রেখেই সিদ্ধান্ত নিয়েছি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই।’ এ সময় অনন্ত জলিল বলেন, ‘এখন যারা আমাদের দেশে নায়িকা হিসেবে কাজ করছেন, তাদের অনেকের চেয়ে বর্ষার বয়স কম। তবু সে একথা বলছে!’

অনন্ত-বর্ষার দুই ছেলে, আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল। তাদের প্রসঙ্গে বর্ষা বলেন, ‘আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পর তারা আরও বড় হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

শুধু নিজের ব্যাপারে না, অনন্ত জলিলও অভিনয় চালিয়ে যাবেন কি না, সে বিষয়েও কথা বলেন বর্ষা। তিনি বলেন, ‘অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরে ফিরবে। অন্য নারীদের দিকে তাকাবেও না।’

এনএন

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::যে কারণে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বর্ষার! first appeared on DesheBideshe.



আরো খবর: