ওয়াশিংটন, ২০ জানুয়ারি – যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আর মাত্র কিছুক্ষণ পরই শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই শপথে ব্যবহার করবেন ১৮৬১ সালে আব্রাহম লিঙ্কনের শপথে ব্যবহৃত বাইবেলটি। ট্রাম্পের শপথ অনুষ্ঠানের কমিটি এই তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া নিজের একটি ব্যক্তিগত বাইবেলও ব্যবহার করবেন ট্রাম্প। ২০১৭ সালে যখন তিনি প্রথমবার দায়িত্ব নেন তখনও এই দুটি বাইবেলের ওপরই হাত রেখে শপথ নিয়েছিলেন তিনি।
এছাড়া দেড়শ বছরেরও পুরোনো বাইবেলটির ওপর শপথ নিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও।
ট্রাম্পের সঙ্গে আজ শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তিনি তার শপথে ব্যবহার করবেন তার প্রমাতামহর বাইবেল।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ জানুয়ারি ২০২৫