মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যথাযথ মূল্য না পাওয়ায় ফের নিলামে নাইক্ষ্যংছড়ির প্রশাসনিক ভবন

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২

সিন্ডিকেটের ডাকে কাঙ্খিত মূল্য না পাওয়ায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ‘সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম’ ফের নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। এর আগে সিন্ডিকেট নিলামে এই ভবনগুলো অনেকটা পানির দামে নিয়েছিল বলে অভিযোগ উঠেছে। কিন্তু উপজেলা প্রশাসন প্রত্যাশিত মূল্য না পাওয়ায় দ্বিতীয় নিলাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গত বছরের ৯ ডিসেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্তক্রমে ‘সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম’ নির্মানের জায়গায় পরিত্যাক্ত দ্বিতল ভবন ও হলরুম নিলাম দেওয়ার সিদ্ধান্ত হয়। উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে গত ৩১ জানুয়ারি স্থানীয়ভাবে নিলাম বিজ্ঞপ্তি জারী করা হলে, ৫ ফেব্রুয়ারি ওই নিলাম ডাকে অংশ নেন ৭৭ জন ঠিকাদার।

আরও জানা যায়, ভবনের মূল্য নির্ধারণকারী স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের যোগসাজসে পরিষদের প্রত্যাশিত ৫ লাখ ৭ হাজার টাকা দামের চেয়ে কম দামে ৩ লাখ ৫০ হাজার টাকায় সর্বোচ্চ ডাক হাঁকেন ঠিকাদার জহির উদ্দিন।


আরো খবর: