শিরোনাম ::
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার উখিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য গ্রেফতার টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে উখিয়ার যুবক গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা পরিদর্শনে অস্ট্রেলিয়া হাইকমিশনারের ৫ সদস্য প্রতিনিধি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মৃত্যু চকরিয়ায় মিজান হত্যা মামলা দুই উপজেলা চেয়ারম্যানকে দুই দিনের রিমান্ডে চকরিয়ায় অবৈধ তিনটি ইট ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আয়নাঘরে দাঁড়িয়েই ৮ বছরের বন্দি জীবনের লোমহর্ষক বর্ণনা দিলেন ব্যারিস্টার আরমান নোয়াখালীতে থানা ঘেরাও চেষ্টার প্রতিবাদে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

যত টাকার মালিক ওবায়দুল কাদের

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩


ঢাকা, ০৬ ডিসেম্বর – আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে নগদ অর্থ রয়েছে ৮০ হাজার টাকা। আর তার ব্যাংকে রয়েছে ৭৫ লাখ টাকা। তিনি বই লিখে বছরে চার লাখ ২৫ হাজার টাকা এবং এমপি ও মন্ত্রী হিসেবে বছরে ১২ লাখ ৬০ হাজার টাকা বেতন ভাতা পান।

দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন থেকে অংশগ্রহণের জন্য দাখিল করা হলফনামায় তিনি এসব তথ্য উল্লেখ করেছেন।

হলফনামা সূত্রে জানা গেছে, অ্যাপার্টমেন্ট ভাড়া বাবদ ওবায়দুল কাদেরের বাৎসরিক আয় ১৪ লাখ ২৪ হাজার ৯২৪ টাকা। একই খাতে তার স্ত্রীর আয় তিন লাখ ৯৬ হাজার ৯৬৬ টাকা। কাদেরের নিজ নামে ছয় লাখ ৯৭ হাজার ২৮৪ টাকার ও স্ত্রীর নামে চার লাখ ৮০ হাজার ৯২২ টাকার সঞ্চয়পত্র রয়েছে। নিজের ব্যবসা খাতে বাৎসরিক কোনো আয় না থাকলেও স্ত্রীর ব্যবসা থেকে বাৎসরিক আয় ৮৬ হাজার ৭২৭ টাকা। এ ছাড়া সেতুমন্ত্রীর স্ত্রী আইন পেশা থেকে বছরে দুই লাখ ৫৮ হাজার ৯০০ টাকা আয় করেন।

ব্যাংকে ওবায়দুল কাদেরের নামে ৭৫ লাখ ৬৩ হাজার ৬০৫ টাকা ও স্ত্রীর নামে ৫১ লাখ ৯৭ হাজার ৬৪৯ টাকা জমা আছে। পাশাপাশি নিজের কাছে নগদ ৮০ হাজার টাকা ও স্ত্রীর কাছে ৭০ হাজার টাকা রয়েছে।

পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ওবায়দুল কাদেরের বিনিয়োগ রয়েছে এক কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ২৯৩ টাকা ও তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে ৭৩ লাখ ৬২ হাজার ৮১৫ টাকা।

ওবায়দুল কাদেরের নিজ নামে রয়েছে ৭৭ লাখ ৫০ হাজার টাকা দামের একটি গাড়ি ও এক লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার। এ ছাড়া তার স্ত্রীর রয়েছে এক লাখ টাকার স্বর্ণালঙ্কার। এ ছাড়া রাজধানীর উত্তরায় নিজ নামে ৫০ লাখ ৭৯ হাজার ৬০০ টাকা মূল্যের পাঁচ কাঠা জমি ও স্ত্রীর নামে ১৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে বলেও হলফনামায় উল্লেখ করেছেন কাদের।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৬ ডিসেম্বর ২০২৩


আরো খবর: