শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ময়মনসিংহের ভালুকায় যুবদলের ৩ নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫




ময়মনসিংহ, ১৯ ফেব্রুয়ারি – ময়মনসিংহের ভালুকা উপজেলার শিল্পপ্রতিষ্ঠানে দখলবাজি ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের (ভারপ্রাপ্ত) সভাপতি রিয়াজুল কবীর মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন—দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শাহজাহান প্রধান।

এর আগে, এদিন সকালে কেন্দ্রীয় যুবদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যুবদল নেতাদের বহিষ্কার করার বিষয়টি জানায়।

রিয়াজুল কবীর মামুন বলেন, পেশিশক্তি প্রদর্শনপূর্বক দখলবাজিতে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হওয়ায় তিন যুবদল নেতার প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়দায়িত্ব দল নেবে না। একইসঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।



আরো খবর: