শিরোনাম ::
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেমসের কনসার্ট, সবার জন্য উন্মুক্ত কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি পালন করছেন নিয়োগ স্থগিত হওয়া প্রাথমিকের শিক্ষকরা প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন ফের হাসপাতালে ছুটলেন সাইফ, এবারও সঙ্গে নেই কারিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান সালাউদ্দিন নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার উখিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য গ্রেফতার টেকনাফ থেকে ইয়াবার চালান নিয়ে ফেরার পথে উখিয়ার যুবক গ্রেফতার উখিয়ার রোহিঙ্গা পরিদর্শনে অস্ট্রেলিয়া হাইকমিশনারের ৫ সদস্য প্রতিনিধি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যুবকের মৃত্যু
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার ছেলে দীপু মারা গেছেন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩


ঢাকা, ০৩ ডিসেম্বর – আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে সাজেদুল হোসেন দিপু চৌধুরী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পরিবারের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনায় মৃতের পরিবার ও নিজ নির্বাচনী এলাকা মতলবে শোকের ছায়া নেমে এসেছে।

সাজেদুল হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু তাঁকে মনোনয়ন না দিয়ে আওয়ামী লীগ তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াকে মনোনয়ন দিয়েছে।

মঞ্জুর আহমেদ বলেন, চাঁদপুর-২ আসনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ১৯ নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয় থেকে বাবার সঙ্গে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দিপু চৌধুরী। যদিও পরে তিনি (দিপু) আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পেয়েছেন তাঁর বাবা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।


আরো খবর: