শিরোনাম ::
কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, সায় দিলেন স্পিকার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, সায় দিলেন স্পিকার


নয়াদিল্লি, ২৬ জুলাই – ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা এবং ধর্ষণ ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে দেশটির ২৬টি বিরোধী দল নিয়ে সম্প্রতি গঠিত ‘ইন্ডিয়া’ জোট।

বুধবার সকালে কংগ্রেস সংসদ সদস্য গৌরব গগৈ বিরোধী গোষ্ঠীর পক্ষ থেকে লোকসভার স্পিকারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন। কংগ্রেসের পাশাপাশি বিআরএস সংসদ সদস্য নম নাগেশ্বর রাও এই মর্মে নোটিশ দিয়েছেন।

এর আগে মঙ্গলবার ইন্ডিয়া জোটের সাংসদরা এই অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করে। পরিকল্পনামাফিক বুধবার বাদল অধিবেশনের পঞ্চম দিনের শুরুতে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়।

প্রথমে এই প্রস্তাব গ্রহণ করেননি লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি ৫০ জন বিরোধী সাংসদের সমর্থন না থাকলে প্রস্তাব গৃহীত হবে না বলে জানান। পরে স্পিকার সেই প্রস্তাবে সায় দেন। এখন এই অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ক কবে হবে, সেই তারিখ শিগগিরই ঘোষণা করবেন স্পিকার ওম বিড়লা।

ইন্ডিয়া জোট জানিয়েছে, মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ৫০ জন সংসদ সদস্য স্বাক্ষর করেছেন। লোকসভায় খুব শীঘ্রই তিনি জানিয়ে দেবেন, কবে কখন এই মর্মে ভোটাভুটি হবে। নির্ধারণ করে দেওয়া নির্দিষ্ট সময়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ভোটাভুটি হবে সংসদে।

এদিকে বাদল অধিবেশনের পঞ্চম দিনে সকাল থেকেই মণিপুর ইস্যুতে দফায় দফায় উত্তাল হয়ে ওঠে সংসদের দুই কক্ষ। একাধিকবার মুলতবি হয়ে যায় অধিবেশন। ইন্ডিয়া জোটের সাংসদদের দাবি, মণিপুর ইস্যুতে নীরবতা ভাঙুন প্রধানমন্ত্রী। সেই কারণেই এই অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত।

কংগ্রেসের পাশাপাশি বিআরএস সাংসদ নম নাগেশ্বর রাও অনাস্থা প্রস্তাব নিয়ে নোটিশ দিয়েছেন। সংসদে তাঁদের নয়জন সাংসদ রয়েছে। সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকা সত্ত্বেও কীভাবে এই অনাস্থা প্রস্তাব আনলেন বিরোধী সাংসদরা? জবাবে আরজেডি সাংসদ মনোজ ঝাঁ বলেন, ‘আমরা জানি সংসদে আমরা সংখ্যাগরিষ্ঠ নই। তবে গণতন্ত্রে সংখ্যাটাই বড় কথা নয়। মণিপুর অশান্ত। সেখানকার মানুষ অপেক্ষা করছেন, কবে প্রধানমন্ত্রী এই নিয়ে বিবৃতি দেবেন। হয়তো এই অনাস্থা প্রস্তাবের জেরে তিনি নীরবতা ভাঙতে পারেন। সেটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য হবে।’

পালটা জবাব এসেছে কেন্দ্র সরকারের পক্ষ থেকেও। কেন্দ্রীয় সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, ‘অনাস্থা প্রস্তাব জমা হতে দিন। সরকারের মোকাবিলা করতে প্রস্তুত। আমরাও মণিপুর ইস্যুতে আলোচনা চাই।’

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ২৬ জুলাই ২০২৩





আরো খবর: