সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষ!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং মাদারবুনিয়া এলাকায় মোটরসাইকেল ও পিক-আপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার(২৯ জুন) দুপুরে এ দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী সহ কয়েকজন গুরুতর আহত হয়। প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল ও পিক-আপের সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল। ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। আহত মোটরসাইকেল আরোহী জালিয়া পালং চরপাড়া এলাকার আবু তাহের মিস্ত্রীর ছেলে হেলাল উদ্দিন। সে কক্সবাজার সিটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

আহত কলেজছাত্র হেলালের কয়েকজন প্রতিবেশী জানায়,হেলালের অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার থেকে চট্টগ্রাম রেফার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন বলেও জানান তারা।

ইনানী পুলিশ ফাঁড়ির আইসি জানায়,বুধবার দুপুরে মোটরসাইকেল ও পিক-আপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়। ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

অভিযোগ না পাওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।


আরো খবর: