সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেরিন ড্রাইভ থেকে গলাকাটা অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক থেকে একটি রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরনে কালো রঙের শার্ট ও সাদা রঙের লুঙ্গি ছিল।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, আনুমানিক রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, মরদেহটির পাশে একটি ব্যাটারিচালিত টমটম (ইজিবাইক) ও রক্তাক্ত চাকু পাওয়া গেছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। হয়ত তিনি পেশায় একজন টমটম চালক ছিলেন। এছাড়া মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
###


আরো খবর: