সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় ২ শিক্ষার্থী হতাহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় মামুনুর রশীদ চৌধুরী নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। দূর্ঘটনায় মো: হাসান নামের একজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারী) রাত ৯ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, দুই বন্ধু মিলে মোটর সাইকেলে করে মেরিনড্রাইভে ঘুরতে যান। হাসান মটর সাইকেল চালাচ্ছিলো এবং মামুনুর রশীদ আরোহী ছিলেন। পাটুয়ার টেক পয়েন্টে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দূর্ঘটনা কবলিত হয়।

দুর্ঘটনার পরপরই মামুনুর রশীদকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে কলেজ ছাত্র মো. হাসান এর অবস্থা আশংকাজনক হওয়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

নিহত মামুনুর রশীদ চৌধুরী কক্সবাজার পৌরসভার ৭ নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার ঠিকাদার হারুন উর রশিদের একমাত্র ছেলে। তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র ছিলেন।


আরো খবর: