শিরোনাম ::
রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের ডেভিল হান্টে কসবার সাবেক মেয়র জুয়েল গ্রেপ্তার গোপনে স্যার আমাকে প্রভা আপুর ভিডিও দেখিয়েছে : মিষ্টি জান্নাত মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত সিনেমার মেঘমল্লার কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান হেনার মেয়ের আবদার ফেলতে পারেননি বকুল! প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেক্সিকোতে ৭ জনকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩


মেক্সিকো সিটি, ১৬ এপ্রিল – ম্যাক্সিকোতে অস্ত্রধারীরা এক ব্যক্তি এক শিশুসহ সাতজনকে গুলি করে হত্যা করেছে। শনিবার মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের ৬৫ কিলোমিটার দূরের ছোট শহর করটাজারের একটি রিসোর্টে এই ঘটনা ঘটে।

রয়টার্স।
নিহতদের মধ্যে রয়েছে ৭ বছর বয়সী এক শিশু। বাকিদের তিনজন পুরুষ ও তিনজন নারী। করটাজারের স্থানীয় নিরাপত্তা বিভাগ এই তথ্য জানিয়েছে। লা পামা নামের ওই রিসোর্টে এক ব্যক্তি গুরুতর আহত হন।

করটাজার নিরাপত্তা বিভাগ এক বিবৃতিতে বলছে, হামলার পর হামলাকারীরা পালিয়েছে। পালানোর আগে তারা নিরাপত্তা ক্যামেরা ও মনিটর নিয়ে যায়।

এক প্রত্যক্ষদর্শী স্থানীয় কর্তৃপক্ষকে জানিয়েছে, বন্দুকধারীরা ওই রিসোর্টের পুলে এসে গুলি করতে শুরু করে। শনিবার স্থানীয় সময় সাড়ে চারটার দিকে এই ঘটনা ঘটে।

পৌর সরকার এক বিবৃতিতে জানায়, হামলার পর স্থানীয় নিরাপত্তা বাহিনী এসে দেখতে পায়, মরদেহগুলো পড়ে রয়েছে।

সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বন্দুকধারীদের খুঁজে বের করার জন্য।

সূত্র: বাংলানিউজ
এম ইউ/১৬ এপ্রিল ২০২৩


আরো খবর: