শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মেক্সিকোতে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৯ জুলাই, ২০২৩
মেক্সিকোতে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা


মেক্সিকো সিটি, ০৯ জুলাই – মেক্সিকোতে লুইস মার্টিন সানচেজ ইনিগুয়েজ (৫৯) নামে এক সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৯ জুলাই) সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শনিবার মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে সানচেজ ইনিগুয়েজের মরদেহ পাওয়া যায়। তিনি দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র লা জর্নাডার আঞ্চলিক প্রতিনিধি ছিলেন।

নিহতের স্ত্রী সেসিলিয়া লোপেজ তদন্তকারীদের জানান, গত বুধবার রাত থেকে তার স্বামীর কোনো খোঁজ পাচ্ছিলেন না তিনি। তার স্বামী ওইদিন এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। সানচেজের ব্যবহৃত কম্পিউটার, মোবাইল ফোন, একটি হার্ডডিস্ক পাওয়া যাচ্ছে না।

এক বিবৃতিতে নায়ারির প্রসিকিউটরের কার্যালয় জানায়, সানচেজের মরদেহ নায়ারি প্রদেশের রাজধানী তেপিকের কাছে একটি গ্রামে পাওয়া যায়। তার মরদেহে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ০৯ জুলাই ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::মেক্সিকোতে সাংবাদিককে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা first appeared on DesheBideshe.



আরো খবর: