বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভেসে যাওয়া মিয়ানমারে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি ।
ফেরত জেলেরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়াপাড়ার আবদু ছোবহানের ছেলে আব্দুর রহমান, জাফর আহমদের ছেলে কেফায়েত উল্লাহ, নুর আহমদের ছেলে হামিদ উল্লাহ, টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার হোছন আলীর ছেলে মো: তৈয়ুব, আবু তালেবের ছেলে মো: মামুন, করাচিপাড়ার মো. ছফরের ছেলে আব্দুর রশিদ।
বিজিবি জানায়,গত ২১ ফেব্রুয়ারি মাঝিমাল্লাসহ ৬ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ফিশিং ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় মিয়ানমারের সমুদ্র উপকূলে প্রবেশ করলে মিয়ানমারের বিজিপি সদস্যরা তাদের আটক করে।
খবর পেয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন মিয়ারমার বিজিপি’র সঙ্গে যোগাযোগ করে দীর্ঘ ৩৭ দিন পর ৬জেলেকে ফেরত আনা হয়েছে।
বুধবার (৯ মার্চ) বিকেল ৫ টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন- উপ-অধিনায়ক লে. মো: মুহতাসিম বিল্লাহ (শাকিল)
তিনি আরো জানান, ফেরত আনা জেলেরা মাছ শিকারে গিয়ে ইঞ্জিন বিকল হয়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়লে সে দেশের বিজিপি আটক করে নিয়ে যায়।
পরে মিয়ানমারের বিজিপির সাথে যোগাযোগের মাধ্যমে মিয়ানমার থেকে আসা ট্রলারে করে তাদেরকে আনতে সক্ষম হয়েছি।
আইনি প্রক্রিয়া শেষে ফেরত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।