সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫


কায়রো, ২৮ অক্টোবর – উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একসঙ্গে ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শনিবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে, একটি বাস এবং কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আর এসব সংঘর্ষে এত মানুষের মৃত্যু হয়।

ভাঙাচোরা রাস্তা ও সিগন্যালের কারণে মিসরে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যায়।

শনিবার সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হওয়ার ব্যাপারে সংবাদমাধ্যম আল-আহরাম বলেছে, ‘ওয়াদি আল-নাতরুনের কায়রো-আলেক্সান্ডিয়া মরুভূমির মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। যার মধ্যে ১৮ জন আগুনে পুড়ে মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫৩ জন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই সড়কটির দ্রুততম লেনে একটি লরি উল্টে পড়ে আছে। ছবিগুলোতে আরও দেখা গেছে একটি বড় বাস ও একটি মিনিবাস আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। এছাড়া কয়েকটি গাড়ির মধ্যেও আগুন জ্বলতে দেখা যায়।

আরব-আফ্রিকান দেশগুলোর মধ্যে সবচেয়ে জনবহুল দেশ মিসরের সরকারি তথ্য অনুযায়ী, ২০২১ সালে দেশটিতে ৭ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৮ অক্টোবর ২০২৩





আরো খবর: