কায়রো, ০২ অক্টোবর – মিসরের ইসমাইলিয়া শহরের পুলিশ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে কেউ নিহত না হলেও অন্তত ২৫ জন আহত হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) মিসরীয় জরুরি পরিষেবা ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার ভোরের দিকে সুয়েজ খালের শহর হিসেবে পরিচিত ইসমাইলিয়ায় এই আগুন লাগে। আগুন লাগার কয়েক ঘণ্টা পর দমকালকর্মীরা তা নেভায়।
দুজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে বলেছেন, দমকলকর্মীরা শুরুর দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান। তিন ঘণ্টার বেশি সময় পরে রাষ্ট্রীয় টেলিভিশন আগুন নেভানোর কথা জানায়।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের পুলিশ ভবন পুড়ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
মিসরীয় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে অন্তত ২৫ জন আহত হয়েছে। কয়েকটি বেসামরিক সূত্রের বরাতে আগুনের ঘটনায় পুলিশ ভবনের কিছু অংশ ধসে পড়েছে বলেও জানিয়েছে রয়টার্স।
মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আগুন লাগার কারণ উদ্ঘাটন করতে স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ তৌফিক একটি উপদেষ্টা কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। আগুন লাগার কারণ বের করার পাশাপাশি তারা ভবনের নিরাপত্তার দিকটিও খতিয়ে দেখবেন।
মিসরে সবশেষ এই ইসমাইলিয়া শহরেই বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে ২০২২ সালের আগস্টে একটি গির্জায় আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছিল।
সূত্র: কালবেলা
আইএ/ ০২ অক্টোবর ২০২৩