শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মিলল না আঙুলের ছাপ, সাইফকাণ্ডে শরিফুলকে ফাঁসানো হচ্ছে?

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫


মুম্বাই, ২৭ জানুয়ারি – শরিফুলের আঙুলের ছাপ বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়ি থেকে নেয়া নমুনার সঙ্গে মিলছে না বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ একথা মানতে রাজি নয়। অভিনেতা সাইফ আলির বাড়িতে গত ১৬ জানুয়ারি ডাকাতি করতে ঢুকেছিল এক ব্যক্তি। সাইফ বাধা দিতে গেলে সে অভিনেতাকে আঘাত করে বলে অভিযোগ।

তদন্তে নেমে পুলিশ শরিফুল ইসলাম শেহজাদ বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। অবৈধভাবে ভারতে বসবাস করছে সে। আদালতের নির্দেশে শরিফুল পুলিশ হেফাজতে আছে।

কিন্তু এর মধ্যেই নতুন প্রশ্ন সামনে এসেছে। আদৌ কি সাইফের বাড়িতে শরিফুল ঢুকেছিল।

বাংলাদেশে বসবাসকারী শরিফুলের বাবা দাবি করেছেন, সিসিটিভি-র যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে ডাকাত হিসেবে চিহ্নিত হওয়া ব্যক্তি শরিফুল নয়। শরিফুলের সঙ্গে ওই ব্যক্তির চেহারার মিল নেই।

শুধু তা-ই নয়, পুলিশের একটি সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে শরিফুলের আঙুলের ছাপের সঙ্গে সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার আঙুলের ছাপের মিল নেই। ফলে আদৌ শরিফুল সাইফের বাড়িতে ঢুকেছিল কি না, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

মুম্বাই পুলিশের অফিসার দীক্ষিত গেদাম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সাইফের বাড়ি থেকে সংগ্রহ করা নমুনার ফরেনসিক রিপোর্ট এখনো আসেনি। ফলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব।

বস্তুত, মুম্বাই পুলিশের ফরেনসিক বিভাগ এই পরীক্ষা চালাচ্ছে। তারা এখনো রিপোর্ট দাখিল করেনি। রোববার যে খবর রটেছিল, তাতে বলা হয়, মহারাষ্ট্র সিআইডি-র বিশেষজ্ঞরা আঙুলের ছাপের প্রাথমিক রিপোর্ট দিয়েছে।

কিন্তু পুলিশের দাবি, প্রথম থেকেই এই পরীক্ষা চালাচ্ছে মুম্বাই পুলিশের ফরেনসিক বিভাগ। সিআইডি একাজের সঙ্গে যুক্তই নয়।

এদিকে, শরিফুলের পুলিশি হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে। তাকে লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। তার কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলেও পুলিশ দাবি করেছে।

আইএ/ ২৭ জানুয়ারি ২০২৫



আরো খবর: