সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ১২:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলা, দেহরক্ষী নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলা, দেহরক্ষী নিহত


জেরুজালেম, ০৯ নভেম্বর – ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে হত্যাচেষ্টা করা হয়েছে। মঙ্গলবার (৭ নভেম্বর) অধিকৃত পশ্চিম তীর এলাকায় তার গাড়িবহরে হামলা হয়। এতে তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন তুর্কের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, মঙ্গলবার পশ্চিম তীরে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের গাড়িবহরে হামলা হয়েছে। এ হামলায় তার এক দেহরক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি প্রতিবেদনে।

সংবাদমাধ্যম হুররিয়াত জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টের গাড়িবহরে হামলার বিষয়ে সশস্ত্র গোষ্ঠী সনস অব আবু জান্দাল। এর আগে দলটি গাজা নিয়ে দলটি তাকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিল।

উল্লেখ্য, ৩৪ দিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এতে গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলর অব্যাহত বোমাবর্ষণে নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়েছে। বর্তমানে নিহতদের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ৪ হাজার ৩২৪ জন শিশু রয়েছে। ইসরায়েলের হামলায় গতকালের চেয়ে আজকে নতুন করে আরও ২৪১ জন নিহত হয়েছেন।

মন্ত্রলালয় আরও জানায়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৬ হাজার ৪৭৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এ ছাড়া এখনও ২৫৫০ জন নিখোঁজ রয়েছেন। তাদের মধ্যে ১৩০৫ জন শিশু রয়েছেন। অব্যাহত এ হামলায় ১৯৩ জন মেডিকেল স্টাফ নিহত হয়েছেন এবং ৪৫টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়ে পরিসেবার বাইরে চলে গেছে।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি। এ ছাড়া আহত হয়েছে আরও সাড়ে চার হাজারের বেশি মানুষ।

সূত্র: কালবেলা
আইএ/ ০৯ নভেম্বর ২০২৩





আরো খবর: