শিরোনাম ::
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল তৈরি করছে ধর্ম মন্ত্রণালয় দেশবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা হোটেল কক্ষ থেকে জনপ্রিয় দক্ষিণি অভিনেতার মরদেহ উদ্ধার ভ্রমণিকা মোবাইল অ্যাপ : নতুন বছরে কক্সবাজার জেলা প্রশাসনের উপহার বছরের প্রথমদিনে স্বাস্থ্যকার্ড পাচ্ছেন জুলাই বিপ্লবে আহতরা জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা চলতি বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ৯০৫, আহত ২১৮ শ্রমিক ঢাকা থেকে বদলি হওয়া একজন ওসির নারী কেলেঙ্কারিসহ ঘুষ-বাণিজ্যের গল্প প্রধান বিচারপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পেকুয়ায় ফসলি জমিতে মাটি কাটার দায়ে তিনজনকে কারাদন্ড
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মার্কিন ফার্স্ট লেডি চুমু খেলেন ভাইস প্রেসিডেন্টের স্বামীকে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
মার্কিন ফার্স্ট লেডি চুমু খেলেন ভাইস প্রেসিডেন্টের স্বামীকে

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহোফকে চুম্বনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় চলছে চর্চা।

ভিডিওতে দেখা যায়, নিজের আসনের দিকে হেঁটে আসছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন। অন্য জন তাকে সম্মান জানাতেই উঠে দাঁড়িয়ছিলেন আসন ছেড়ে। তিনি আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের স্বামী ডগ এমহোফ। মুহূর্ত পরে ডগ আর জিল মুখোমুখি আসতেই আচম্বিতে বিদ্যুৎ ঝলকানির মতো ঝলসে উঠল চারপাশ। দেখা গেল আমেরিকার ফার্স্ট লেডির ঠোঁট ছুঁয়ে রয়েছে ভাইস প্রেসিডেন্টের স্বামীর ঠোঁট। বিদ্যুতের মতো ঝলক আসলে সেই মুহূর্তকে বন্দি করতে চাওয়া সংবাদমাধ্যমের শখানেক ক্যামেরার।

ভাইরাল হয়েছেন চুম্বনের মুহূর্তের ৮ সেকেন্ডের ভিডিওটি। ঠোঁটে ঠোঁট ছুঁইয়ে স্বাভাবিক ছন্দেই তার ঠিক পাশের আসনে এসে বসেন প্রেসিডেন্ট জো-পত্নী জিল। বাকিরা হাততালি দিচ্ছে। অথচ ভাইস প্রেসিডেন্ট কমলার স্বামী তখনও কিছুটা বিভ্রান্ত। সামান্য থমকে ঘুরে দাঁড়িয়ে তার পর তিনিও হাততালি দিতে শুরু করেন।

ঘটনাটি ঘটেছে বুধবার ওয়াশিংটনে প্রেসিডেন্ট বাইডেনের স্টেট অফ ইউনিয়ন শীর্ষক বক্তৃতার সময়ে। বক্তৃতা শুরু হওয়ার সময়েই দর্শকাসনে আসনে বসতে আসছিলেন জিল। ভাইস প্রেসিডেন্ট কমলার স্বামী ডগ যেখানে বসেছিলেন সেই সারিতেই প্রবেশ করেন। ফার্স্ট লেডিকে স্বাগত জানাতে আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন দর্শকাসনে থাকা ডেমোক্র্যাটিক সদস্যরা। ডগও উঠে দাঁড়ান। জিল তাকে পাল্টা সৌজন্য দেখিয়ে মুখ বাড়িয়ে দিতেই ওই কাণ্ড।

তথাকথিত উদারনীতির দেশ আমেরিকায় গালে গাল ঠেকিয়ে স্বাগত জানানো প্রচলিত সৌজন্য বিনিময়ের প্রথা। সেই পাশ্চাত্য রীতি অবশ্য এখন অন্যান্য দেশেও উচ্চমহলে চালু রয়েছে। ডেমোক্র্যাটদের একাংশ বলছেন, ব্যাপারটা মনে হয় সেই রকমই সৌজন্য বিনিময়ের মুহূর্তে হঠাৎ ভুলে ঘটে গিয়েছে। যদিও এই ঘটনার পর প্রেসিডেন্ট বাইডেন বা আমেরিকার ভারতীয় বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের তরফে কিছু জানানো হয়নি। হোয়াইট হাউসও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: বাংলাদেশ জার্নাল


আরো খবর: