মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাদক তালিকাভুক্ত টেকনাফের অপসাংবাদিকদের খোঁজ নিতে নির্দেশ ইউএনওর

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

হেলাল উদ্দিন টেকনাফ ::

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকাভুক্ত ও আড়ালে থাকা টেকনাফের অসাংবাদিকদের খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে তিনটার দিকে উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়সার খসরু সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদ নুরুল আলম।

টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল), টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাফিজুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার, কৃষি কর্মকর্তা ডক্টর ভবসিন্ধু রায়, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, সেন্ট মার্টিন ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান, টেকনাফ সদর ইউপির চেয়ারম্যান জিয়াউর রহমান ও বাহারছড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও টেকনাফে যোগদান করার পর এটি তার প্রথম আইনশৃঙ্খলা কমিটির সভা ছিলেন।

সভায় বক্তারা বলেন, পুরো উপজেলায় মাদক কারবারীদের আনাগোনা বেড়ে গেছে। প্রতিনিয়ত শৃঙ্খলা বাহিনী মাদকদ্রব্য উদ্ধার করছেন। পাশে সাংবাদিকতার পরিচয় দিয়ে বিভিন্ন অপসাংবাদিকেরা উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কমচারীদের বিভিন্ন ধরনের হয়রানি করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউএনও কায়সার খসরু বলেন, আজ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের আলোকে টেকনাফে পেশাদার সাংবাদিকতার আড়ালে অপসাংবাদিক ও ইয়াবা কারবারি রয়েছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে।

পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদক তালিকাভুক্ত ও আড়ালে থাকা টেকনাফের এসব অপসাংবাদিকদের চিহ্নিত করে টেকনাফ থানার ওসিকে আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।


আরো খবর: