শিরোনাম ::
চকরিয়ায় থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ১৪ আসামি গ্রেফতার সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল বন্ধে কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করতে হবে উখিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ বেড়ে ১৪৫ ঈদে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত বাংলাদেশে উগ্রপন্থা নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বিভ্রান্তিকর ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু মিয়ানমারে পৌঁছেছে বাংলাদেশের ৫৫ সদস্যের উদ্ধার ও চিকিৎসা দল ৯০ বছর বয়সে মারা গেলেন ‘শোগান’ তারকা রিচার্ড চেম্বারলেইন নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতের খুঁটির সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মাদকের টাকার জন্য মা’কে খুন: হত্যাকারী নিজেই ধরা দিয়েছে পুলিশের হাতে

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় (৬ নং ওয়ার্ড) মাদকের টাকা দিতে না পারায় মা’কে কুপিয়ে হত্যা করেছে নিজ সন্তান। পরে নিজেই পুলিশের হাতে ধরা দিয়েছে হত্যাকারী।

হত্যাকারী যুবকের নাম হোসাইন মোহাম্মদ আবিদ (২৮)। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিজ সন্তানের হাতে খুন হওয়া নারী হলেন আনোয়ার বেগম মেরী (৫৫)।

গতরাত আড়াই টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

স্থানীয় লোকজন ও ঘটনাস্থলে যাওয়া সদর থানার এস আই সৌরভের দেওয়া তথ্যে জানা যায়, আবিদ প্রায়’ই মাদেকর টাকার জন্য মা’কে অত্যাচার করত। সর্বশেষ গত রাতে মা’কে নিশ্বংস ভাবে হত্যা করে। হত্যকান্ডের সময় তাদের একমাত্র পুত্র সন্তান আবিদ ও তার মা’ই ছিলেন ঘরে। তার অসুস্থ পিতা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। নিহত নারীর মুখ, মাথা ও হাতে কুপের যখম রয়েছে। হত্যার পর বাহির থেকে দরজা লাগিয়ে নিজেই থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।

সদর থানার ওসি ইলিয়াস খান জানান, শহরের বডুয়া পাড়ায় নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় আবিদ নামে একজন আটক রয়েছে। হত্যার কারণ জানতে তদন্ত চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।


আরো খবর: