কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে মাছ ধরে কূলে ফেরার পথে চারটি ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারে থাকা ৪০ মাঝিমাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ আগস্ট) সকাল থেকেই উত্তাল ছিল সাগর। সেই সময় এ ট্রলারডুবির ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত চার ট্রলার মালিক হলেন— কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালি আল আমিন ঘাটের মোকতার আহমদ, একই এলাকার সাহাব উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া এবং দেলোয়ার হোসেন ভেটো।
ট্রলার মালিক মোকতার আহমদ জানান, ৪/৫ দিন আগে তার মালিকানাধীন ট্রলার সাগরে মাছ ধরতে যায়। আবহাওয়া খারাপ হলে কূলে ফেরার সময় দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তবে অন্যান্য বোটের জেলেরা দুর্ঘটনাকবলিত জেলেদের উদ্ধার করে।
এ বিষয়ে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, ট্রলার দুর্ঘটনার খবর শুনেছেন। বিষয়টি কোস্টগার্ডকে জানানো হয়েছে বলে জানান তিনি।