শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালী দুর্ধর্ষ সন্ত্রাসী ১৫ মামলার আসামী আলম পুলিশের হাতে গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ জুন, ২০২২

গাজী মোহাম্মদ আবু তাহের মহেশখালী::

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া এলাকার মৃত বক্সু মেস্বারের পুত্র
দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজিসহ ১৫টি মামলার পলাতক আসামী আজিজুল হক প্রকাশ আলমকে গ্রেপ্তার করেছে মহেশখালী থানা পুলিশ।

০৫ জুন রবিবার বিকালে হোয়ানক টাইম বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হাই পিপিএম জানান-

মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হোয়ানক টাইম বাজারে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক প্রকাশ আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যকলাসহ বিভিন্ন অপরাধে ১৫টির বেশি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়-

সন্ত্রাসী আলম দীর্ঘদিন এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

এক কিশোরীকে ধর্ষণ করার ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘদিন কারাগারে ছিলো সে। কারাগার থেকে বের হয়ে আরো বেপরোয়া হয়ে উঠে।

বর্তমানে সে ও তার পরিবারের কাছে জিম্মি হয়ে আছে পুরো এলাকার মানুষ। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার বহু পরিবার। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এই দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করার খবর এলাকায় পৌঁছলে এলাকার সাধারণ মানুষ স্বস্তির নিশ্বাস পেলে।


আরো খবর: