মহেশখালী থানার পুলিশের বিশেষ অভিযানে উপজেলা যুবলীগ নেতা ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ কামাল কে গ্রেফতার করা হয়েছে।
১১ ফেব্রুয়ারী সন্ধ্যায় কুতুবজোমের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মহেশখালী থানার অফিসার ওসি মোঃ কায়ছার হামিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ কামালের নেতৃত্বে মহেশখালী থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা হওয়ার পর তিনি অনেকটা আত্মগোপনে চলে যায়।
পুলিশ বিশেষ সূত্র ব্যবহার করে গ্রেফতার নিশ্চিত করেন। তার বিরুদ্ধে বন আইনেও মামলা রয়েছে বলে জানান ওসি।