কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযানে দেশীয় অস্ত্রসহ ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার কালামারছড়া এলাকা এ অভিযান চালানো হয়।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ জানতে পারে যে, কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ ফকিরজোম সাকিনের মোস্তাক বাপের বাড়ির পাহাড়ের টিলায় অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল শুক্রবার ভোর সাড়ে ৪ টায় উক্ত স্থানে পৌঁছলে পালিয়ে যাওয়ার সময় ৩ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরে ফেলে।
তারা হলো-মহেশখালীর কালামারছড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর মোঃ আমিন ও মৃত নূর জাহানের দুই নপুত্র মোঃ রশিদ মিয়া (৩৪) ও মোঃ আব্বাস (৪০) এবং ফকিরজুমপাড়ার মোঃ আমিন ও রোহানা বেগমের পুত্র মোঃ কলিমউল্লাহ (২৫)।
এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ ও হেফাজতে থাকা একটি ব্যাগ হতে ৫ টি দা, ১টি ছোরা, ২টি কুড়াল ও ১টি গুলি রাখার পোচ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকান্ড করার উদ্দেশ্যে উক্ত স্থানে অবস্থান করছিল মর্মে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে মহেশখালী থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।