শিরোনাম ::
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ৫২০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তি আটক, নোহা গাড়ি জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালীতে পুলিশের অভিযানে চোলাই মদ পাচারের সময় একটি নোহা গাড়ি জব্দ করা হয়েছে। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৫২০ লিটার চোলাই মদসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, ১১ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী সড়কের কালারমার ছড়া ইউনিয়নের চালিয়াতলী বাজারের কাছে একটি নোহা গাড়িকে চ্যালেঞ্জ করে পুলিশ। এসময় ওই গাড়ি থেকে ৫২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

আটক করা হয় বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গাপাড়া এলাকার মৃত. হাবিবুর রহমানের পুত্র মোজাম্মেল হক (৪৫) ও চকরিয়ার দরবেশ কাটা এলাকার মৃত মনছুর আলমের পুত্র মোহাম্মদ শরীফকে। জব্দ করা হয় মাদক বহনকারী গাড়িটিও।

মহেশখালী থানার আপাতত দায়িত্ব প্রাপ্ত (ওসি) তাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা করেছে। তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, মহেশখালীতে চোলাই মদ পাচারের ঘটনায় পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানে পুলিশ ইতোমধ্যেই অসংখ্য চোলাই মদ উদ্ধার করেছে এবং অসংখ্য চোলাই মদের ব্যবসায়ীকে আটক করেছে।

পুলিশ আরও জানায়, চোলাই মদ পাচার একটি জঘন্য অপরাধ। এ অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। চোলাই মদ পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: