শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

মহেশখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::

মহেশখালীতে ফের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান অসাধু ব্যবসায়ীদের আতঙ্কের নাম মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

১৭ ফেব্রুয়ারী (সোমবার) বিকালে  মহেশখালী উপজেলার কুতুবজোম  ইউনিয়নের কালা মিয়া বাজারে- বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন-মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

এই সময়- বাজারে অবস্থিত জমজম বেকারী  পণ্যের মোড়কাবদ্ধ না করা, মোড়কের গায়ে পণ্যের উপাদান তৈরির তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করে পণ্য বিক্রি করায় অপরাধে জমজম বেকারীর স্বত্বাধিকারী ব্যবসায়ী মোঃ মান্নান মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করার অপরাধে
আনছারুল করিম স্টোরকে ৩ হাজার টাকা , জালাল স্টোর’কে ২ হাজার টাকা  ও  জিয়া স্টোরকে ২ হাজার টাকা সহ মোট ৪ টি মামলায়   ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর ভ্রাম্যমাণ আদালত।

পরে দোকান মালিক ও ব্যবসায়ীদের প্রত্যেক পণ্যের মূল্য তালিকা টাঙিয়ে দেয়া, বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বাজার পরিচালনা কমিটিকে নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা এর ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় ছিলেন-মহেশখালী থানা পুলিশের একটি চৌকস টিম ও আনসার সদস্যগণ।

সাথে ছিলেন- মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর রুপম কান্তি পাল,মহেশখালী উপজেলা ভূমি অফিসে রানা বড়ুয়াসহ  সংশ্লিষ্ট জন। 

মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন- মহেশখালীতে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: