গাজী মোহাম্মদ আবু তাহের, মহেশখালী::
রাখব নিষ্কন্টক জমি-বাড়ী,করব সবাই ই-নামজারী এই স্লোগান’কে ধারণ করে মহেশখালী উপজেলা ভূমি অফিসের আয়োজনে,উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় রেজিস্ট্রেশন ১৯-২৩ মে ভূমি মন্ত্রণালয়,হাতের মুঠোয় ভূমিসবা।
সারাদেশের ন্যায় ভূমি মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা ও উপজেলা পর্যায়ে ইউনিয়ন ভূমি অফিস পর্যন্ত সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় মহেশখালী উপজেলা ভূমি অফিসে আয়োজনে উপজেলা ভূমি অফিসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালিটি মহেশখালী উপজেলা ভূমি অফিস থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলায় চত্তরে এসে শেষ হয়।
পরে মহেশখালী উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে গোরকঘাটা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ উল্লাহ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার-২,মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ,মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া,মহেশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল হাই পিপিএম,উপজেলা ইন্জিনিয়ার সবুজ কুমার দে,নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল।
এছাড়াও উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করেন, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভূমি সেবা সপ্তাহ শুভ উদ্বোধন শেষ উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন-সাংসদ আশেক উল্লাহ রফিক
বর্তমান রেকর্ড রুমের জরাজীর্ণ অবস্থা ও অত্র অফিসে লোকবল সংকট বিষটি নজরে আনার পর তৎকানিক উক্ত বিষয়ে প্রতিকার চেয়ে কক্সবাজার জেলা প্রশাসক ও ভূমি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে মোবাইল ফোনে কথা বলেন।